ফারুক আহমেদ, বিশেষ সংবাদদাতা :
“জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় মাগুরা পুলিশ লাইনপাড়া ইয়াম্মি ফুড এন্ড রেস্তোরাঁ হলরুমে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ অহিদুল ইসলাম (ওহিদ) এবং সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাদ (মিঠু)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুস সালেহিন দুর্লব।
সম্মানিত অতিথি ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এছাড়াও জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মাগুরার পাথরঘাটায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত
কর্মী সভায় অতিথিরা বলেন,
মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুর রহিম তার বক্তব্যে বলেন,
"আগামী ২০২৬ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা হবে কঠিন চ্যালেঞ্জ। তাই এখন থেকেই বিএনপির বিজয়ের লক্ষ্যে মাঠে নামতে হবে। প্রতিটি এলাকায় কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে প্রচারমূলক কাজে অংশ নিতে হবে।"
সভায় অংশগ্রহণকারীরা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা ও দলের কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত