ফারুক আহমেদ, মাগুরা :
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপি কার্যালয়কে কেন্দ্র করে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে পানিঘাটা গ্রামের পাচরাস্তা থেকে বিএনপি নেতা মোঃ আক্কাস শেখের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে নহাটা ইউনিয়ন বিএনপি শাখা অফিসে প্রবেশ করেন।
মিছিলটি পরিচালনা করেন মহম্মদপুর যুবদলের নেতা শেখ শাহানুর। তার নেতৃত্বে প্রায় ৩-৪ হাজার নেতা-কর্মী স্লোগান দিতে দিতে নহাটা ইউনিয়ন বাজার প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়নের পিতা ও বিএনপি নেতা মোঃ আক্কাস শেখ, নহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তারুজ্জামান বলেন,
“দীর্ঘ ১৭ বছর পর নহাটা বাজারে বিএনপির ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা একত্রিত হয়ে আনন্দমিছিল করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই আমাদের সবচেয়ে বড় সমাবেশ।”
বিএনপি নেতা মোঃ আক্কাস শেখ জানান, আগামী শুক্রবার (২২ আগস্ট) মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর হাই স্কুল মাঠে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাগুরা-২ কাজী সালিমুল হক কামাল এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ওই সমাবেশের আগাম প্রস্তুতি ও আনন্দ উদযাপন হিসেবেই আজকের এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম