ফারুক আহমেদ, মাগুরা:
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদান বাবদ চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে শালিখা উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে শালিখা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
শালিখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাশেদুল হাসান জানান,
"প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি অসহায় ও দুস্থ পরিবারকে প্রতিটি পরিবারে ১ বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।"
এই মানবিক সহায়তা প্রাপ্তিতে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত