ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটায় এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় পাথরঘাটা শ্রী শ্রী দূর্গা মন্দির মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে তালখড়ি ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা মহিলা দলের সদস্য রুনা সালাম এবং সার্বিক পরিচালনায় ছিলেন শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান, যুবদল নেতা বিল্লাল হোসেন বাকীর, তালখড়ি ইউনিয়নের সাবেক সেক্রেটারি আলতাফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: মাগুরা বিএডিসি গোডাউনে অবৈধ সার বিক্রি, দুর্নীতি-সিন্ডিকেটের প্রমাণ
নারী নেত্রীদের মধ্যে ছিলেন—মাগুরা জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ লাবনী পারভীন, জেলা মহিলা দলের সদস্য কাজুরি মিতু, শালিখা মহিলা দলের সদস্য বিউটি আক্তার বিথী এবং শতখালী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও মহিলা দলের কর্মী হাসিনা প্রমুখ।
সমাবেশে এক হাজারেরও বেশি নারী অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। এ দেশের হিন্দু-মুসলমান সবাই বাংলাদেশি, সবাই ভাই ভাই। আগামী নির্বাচনে যদি দল আমাকে মাগুরা-২ আসনে মনোনয়ন দেয়, তবে ধানের শীষ প্রতীকে আপনাদের কাছে আসব। আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন।”
নারীদের ব্যাপক অংশগ্রহণে পাথরঘাটার সমাবেশে প্রাণচাঞ্চল্য তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের সমাবেশ আসন্ন নির্বাচনে বিএনপির নারী ভোট ব্যাংক শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত