মাগুরা প্রতিনিধি | রিপোর্ট: ফারুক আহমেদ | কালিকা প্রসাদ টিভি
“সাথেই আছি, সাথেই থাকবো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া বাজারে অনুষ্ঠিত হলো আনোয়ার সিমেন্ট শীট লিমিটেডের দিনব্যাপী মিস্ত্রি কর্মশালা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় স্থানীয় ব্যবসায়ী শাহীন মোল্লার গুদামঘরে ৪৪ জন দক্ষ মিস্ত্রির অংশগ্রহণে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
🎤 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
কর্মশালায় অংশগ্রহণকারী মিস্ত্রিদের জন্য ছিল বিশেষ উপহার—প্রতিজনকে একটি করে গিফট, খাবার প্যাকেট, ক্যাপ ও টিশার্ট প্রদান করা হয়।
এই আয়োজনের মাধ্যমে পণ্যের গুণমান, ব্যবহারবিধি এবং নিরাপদ স্থাপনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা বলেন,
“মিস্ত্রিরা হলেন গ্রামীণ নির্মাণখাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তাদেরকে দক্ষ করে গড়ে তোলা ও পাশে থাকা আমাদের দায়িত্ব।”
এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
📸 ছবি ও আরও খবর পড়ুন:
🌐 www.kalikaprosadtv.online
📧 সংবাদ পাঠাতে বা মতামত জানাতে লিখুন: news@kalikaprosadtv.online