মাগুরায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ গ্রহণ, আলোচনা সভা, যুব ঋণচেক বিতরণ, প্রশিক্ষণ সনদ প্রদান এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১২ আগস্ট সকাল ১০টায় মাগুরা যুব ভবনের হল রুমে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন পারনান্দুয়ালী যুব উন্নয়ন মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোঃ রিয়াজুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী সিমলা ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইলিয়াসুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন (তাজ্জালা) এবং মাগুরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকা নারগিস পারভীন, মাগুরা রিপোর্টার্স ইউনিটি সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, মহম্মদপুর উপজেলার আলামীন, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ, দৈনিক খবর বাংলাদেশের সাংবাদিক রনি আহমেদ রাজু এবং বিএনপি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার স্মৃতি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি যুব সমাজের উদ্দেশে শপথ বাক্য পাঠ করান, যেখানে দেশের প্রতি আনুগত্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করার অঙ্গীকার, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার প্রতিশ্রুতি এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের অঙ্গীকার করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আরব আলী।
পরে যুবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফল যুব আত্মকর্মী উদ্যোক্তা মোঃ রকিবুল ইসলাম এবং সফল যুব সংগঠক ও সেইভ দ্যা উইমেন এন্ড চিলড্রেন সীতারামপুরের সভাপতি মোছাঃ সাবিনা ইয়াসমিন মেরি। ২০২৪-২৫ অর্থবছরে সেরা আত্মকর্মী, যুব উদ্যোক্তা এবং যুব সংগঠক হিসেবে পুরস্কৃত হন যুব আত্মকর্মী মোঃ রকিবুল ইসলাম, নাজমুল হুসাইন ও মোঃ মামুন হোসেন; উদ্যোক্তা ক্যাটাগরিতে জান্নাত আরা ও ফাতেমাতুজ জোহরা এবং যুব সংগঠক ক্যাটাগরিতে মোছাঃ সাবিনা ইয়াসমিন মেরী, নাদিরা সুলতানা ও মোঃ গোলাম রাব্বী।
প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে কম্পিউটার ট্রেডে মোঃ জিহান মল্লিক ও সুরাইয়া রাত্রি, ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে মোঃ তরিকুল ইসলাম, ফারজানা ইয়াসমিন ও মোঃ সুবহান বিশ্বাসকে সনদপত্র প্রদান করা হয়।
এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রকল্প গ্রহণকারী আত্মকর্মী যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমা পোশাক তৈরী প্রকল্পের সীমা সুলতানা ১ লাখ টাকা, পাটকেলবাড়ি মা ডেইরী ফার্মের নাজিম মোল্যা ১ লাখ টাকা এবং মহম্মদপুর উপজেলার মোল্যা ভেটেনারী কর্নারের মোঃ মামুন মিয়া ১ লাখ ৫০ হাজার টাকার চেক পান।
অনুষ্ঠানের অংশ হিসেবে অতিথিরা ৩৬টি গাছের চারা রোপণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
প্রধান অতিথি মোঃ আব্দুল কাদের তার বক্তব্যে বলেন, যুব সমাজকে সময় নষ্ট না করে স্পষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে উদ্যোক্তা হতে হবে, যাতে জীবনের মান ও আর্থিক উন্নয়ন সম্ভব হয়। তিনি মাদক ও নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং বলেন দারিদ্র্য, হতাশা ও ব্যর্থতা মানুষকে নেশার দিকে ঠেলে দেয়, যা থেকে মুক্তি পেতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।
এই আয়োজনে মাগুরার যুবসমাজ কেবল উৎসাহিতই হয়নি, বরং নিজেদের উন্নয়নের পথচলায় নতুন অনুপ্রেরণা লাভ করেছে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত