বিশেষ সংবাদদাতা : মোঃ ফারুক আহমেদ
মাগুরা জেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও মেধাবী ছাত্রনেতা শহীদ আবু তৈয়ব মোল্যার ২য় শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় রাড়ীখালী সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
এছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ আবু তৈয়ব মোল্যার চাচা গোলাম রব্বানী বক্তব্য রাখেন। এ সময় শহীদের পিতা, রাড়ীখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আবু তৈয়ব মোল্লাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানান।
প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন—
👉 “মাগুরার সমস্ত শহীদদের হত্যার বিচার আইনের মাধ্যমে করা হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য এখন থেকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে “ধানের শীষ” প্রতীকের পক্ষে মানুষের কাছে যেতে হবে।
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে এবং জনগণকে জানাতে হবে বিএনপি ক্ষমতায় গেলে কী ধরনের কাজ করবে। এছাড়া শালীন ব্যবহার, ভদ্র ভাষা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার উপর জোর দেন তিনি।
অনুষ্ঠান শেষে শহীদ আবু তৈয়ব মোল্লাসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার