মাগুরায় ছাগল পেঁপে গাছের জমিতে যাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধরের অভিযোগ
মাগুরা প্রতিনিধি | ১৪ জুলাই ২০২৫
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের দোড়ামথনা গ্রামে ছাগল পেঁপে গাছের জমিতে যাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে এক বৃদ্ধকে অমানুষিকভাবে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে রবিবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, দোড়ামথনা গ্রামের শাখাওয়াত হোসেন (৭০) তার পেঁপে গাছের জমিতে বারবার ছাগল ঢুকে ফসল নষ্ট করায় প্রতিবাদ জানান। এ ঘটনায় প্রতিবেশী তিলাম শেখ (৪৫), পিতা শাহাদাত ফকির (৮০), উত্তেজিত হয়ে শাখাওয়াত হোসেনকে গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন। এতে শাখাওয়াত হোসেন গুরুতর আহত হন এবং পরে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরা সদর থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগীর ছেলে ওলিউর রহমান উল্লেখ করেন, “আমার পিতা ছাগলের ক্ষতির কথা বলতে গেলে তিলাম শেখ লাঠি-সোটা নিয়ে তার উপর আক্রমণ করে। মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।”
ভুক্তভোগী শাখাওয়াত হোসেন বলেন, “আমি হজ করে আসা একজন মানুষ। শান্তিপূর্ণভাবে বিষয়টি বলতেই আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। আমার ২৭-২৮টি পেঁপে গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্ত তিলাম শেখের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তার বড় ভাইয়ের নম্বরেও কল করে বক্তব্য নেওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত