ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ৩৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টায় মাগুরা সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কারপ্রাপ্তরা ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, সমমান ও এইচএসসি, সমমান পরীক্ষায় উত্তীর্ণ এওয়ার্ডধারী শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম এবং উপস্থাপনায় ছিলেন রাউতড়া হৃদয়নাথ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিলন কীর্তনিয়া।
আরও পড়ুন: জুলাই পূর্ণ জাগরণ দিবস উপলক্ষে হালুয়াঘাটে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে, সহকারী জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাসসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ইউএনও মোঃ হাসিবুল হাসান বলেন, “মাধ্যমিক শিক্ষার্থীদের অবশ্যই লেখাপড়ায় মনোযোগী হতে হবে। পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি, গল্প, খেলাধুলাসহ নানা বিষয়ে চর্চা করা উচিত। প্রাইভেট টিউটর না করে রুটিনমাফিক নিজের বই পড়া জরুরি, আর এটি অভিভাবকদেরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।”
এ অনুষ্ঠানের মাধ্যমে মেধাবীদের উৎসাহিত করা এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক উদ্দীপনা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আয়োজকরা।