ফারুক আহমেদ, বিশেষ সংবাদদাতা :
মাগুরার মহম্মদপুর উপজেলার বসুর ধুলজুরি গ্রামের আনসার ও ভিডিপি ক্লাব ঘর রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগে ইউনিয়ন দলনেত্রী ঝর্ণা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ওই ক্লাব ঘরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাইনবোর্ড টাঙানো হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র সমালোচনা দেখা দেয়। তবে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন বিনু ও উপজেলা প্রশিক্ষক প্রতাপ কুমার স্পষ্টভাবে জানান, ক্লাব ঘর ভাড়া দেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি।
এ বিষয়ে ক্লাব ঘরের সভাপতি মো. মফিজুর রহমানও অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে ভাড়া সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। স্থানীয়দের অভিযোগ, অনুমতি ছাড়াই ক্লাব ঘরটি রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছিল।
প্রসঙ্গত, জাতীয় দৈনিক খোলা কাগজে ‘আনসার ভিডিপির ক্লাব দখল করে জামায়াতের কার্যালয় করার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিষয়টি তদন্তে নেয়। প্রাথমিক তদন্তে উঠে আসে যে, ইউনিয়ন দলনেত্রী ঝর্ণা বেগম অনুমতি ছাড়াই ক্লাব ঘর ভাড়া দেওয়ার চেষ্টা করেছিলেন।
জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্লাব ঘর তালাবদ্ধ করে বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে ঝর্ণা বেগম নিজেও স্বীকার করেন যে, তিনি অনুমতি ছাড়াই ভাড়া দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন।
ফলে শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বের অপব্যবহারের দায়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বাহিনীর কোনো সম্পত্তি অনুমতি ছাড়া ভাড়া দেওয়া যাবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিভাসু যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নবীনবরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত