ভৈরব প্রতিনিধি:
আজ ২৩ আগস্ট মরহুম হাজী মো. কালু মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ভৈরবের সর্বস্তরের জনগণের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
হাজী মো. কালু মিয়া ছিলেন কালিকাপ্রসাদ তথা ভৈরব উপজেলার একজন কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ, সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী। তিনি দীর্ঘ সময় ধরে জনগণের সেবায় নিবেদিত ছিলেন।
১৯৬০ সালসহ টানা চারবার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ভৈরব উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন।
১৯৬৫ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়। তিনি ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি এবং একাধিক মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়।
২০১০ সালের ২৩ আগস্ট তিনি পরলোকগমন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবার-পরিজন ভৈরববাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আরও পড়ুন: ভৈরবে ২৮৫ শিক্ষার্থীর হাতে টিফিনবক্স তুলে দিলেন ইউপি চেয়ারম্যান মো: লিটন মিয়া