আরিফ আহম্মেদ, জেলা সংবাদদাতা (ময়মনসিংহ)
ময়মনসিংহ শহরের নতুন বাজার ও সাংকিপাড়ার মাঝামাঝি বাউন্ডারি রোড এলাকায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে এক তরুণী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিশ্বাস, ভালোবাসা আর ঘর বাঁধার স্বপ্নে জীবন শুরু করেছিলেন স্নিগ্ধা (২৫)। কিন্তু হাতের মেহেদীর রং শুকাতেই না শুকাতেই—মাত্র এক বছরের মাথায় তাকে প্রাণ দিতে হলো স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে।
২৯ জুন, রবিবার রাতে স্নিগ্ধাকে স্বামী ফারহান ওয়াসিফ শাদিন (২৯) হত্যার পর ঝুলিয়ে রাখে বলে অভিযোগ উঠেছে।
ঘাতক ফারহান ওয়াসিফ শাদিন, পিতা: রঞ্জু মিয়া। ভালোবেসে গড়ে ওঠা সংসার জীবনের এত দ্রুত ও নির্মম পরিসমাপ্তি হবে—এ কথা স্নিগ্ধা হয়তো কল্পনাও করেনি।
স্নিগ্ধার মামা মারুফ (৪০) বলেন, “আমার ভাগ্নীকে বেধড়ক পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
তিনি আরও জানান, “ফারহান ওয়াসিফ একজন মাদকাসক্ত এবং প্রায়ই যৌতুকের দাবিতে স্নিগ্ধার উপর শারীরিক নির্যাতন চালাত।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্নিগ্ধার স্বজনেরা ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেছেন।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, এটি আত্মহত্যা, না পরিকল্পিত হত্যা—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আসামিকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।