আরিফ আহম্মেদ, ময়মনসিংহ জেলা সংবাদদাতা
আজ শনিবার (২৭ জুলাই) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ছয়টি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড এবং দুটি সেন্টারকে সিলগালা করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল হলগুলোতে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্র না পাওয়ায় এসব ব্যবস্থা নেওয়া হয়।
আকন্দ প্যাথলজিকাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের এক্স-রে রুম সিলগালা করে দেওয়া হয়। নিউ পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকেও ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সম্পূর্ণ সেন্টার সিলগালা করা হয়।
এছাড়াও সেবা, ইনসাফ ও নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা করে এবং সীমান্ত প্যাথলজিক্যাল সেন্টারকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট এই অভিযান পরিচালনা করেন। অভিযানকে সফল করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হালুয়াঘাট থানার আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেন।
সহকারী কমিশনার জানান, “রেজিস্ট্রেশন এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো ডায়াগনস্টিক বা মেডিকেল সেন্টার চালানো যাবে না। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”
আরও পড়ুন: রাজারগাঁওয়ে নিজস্ব অর্থায়নে একাধিক রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন সিদ্দিকুর রহমান
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত