নিজস্ব প্রতিবেদক, কালিকা প্রসাদ প্রতিনিধি:
ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার ভয়াবহ বেহাল অবস্থা জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এ রাস্তাটি পূর্বাঞ্চলের ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে একটি হলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এটি গর্ত আর জলাবদ্ধতার কাদামাটিতে পরিণত হয়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই এই এলাকায় পানি জমে থাকে ঘণ্টার পর ঘণ্টা, কখনো কখনো দিনব্যাপী। অল্প বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় ছোট-বড় অসংখ্য গর্ত, যেগুলোতে পানি জমে একদিকে যেমন যান চলাচলে মারাত্মক সমস্যা তৈরি করছে, অন্যদিকে রিকশা, অটোরিকশা, সিএনজি ও বাস চলাচলে ঘটছে দুর্ঘটনা।
আরও পড়ুন: ভৈরবে ২৮৫ শিক্ষার্থীর হাতে টিফিনবক্স তুলে দিলেন ইউপি চেয়ারম্যান মো: লিটন মিয়া
স্থানীয়দের ভাষ্য মতে, কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী এবং দূরপাল্লার যাত্রীদের প্রতিদিন এই বেহাল রাস্তা পার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। যানবাহন চালকরাও বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বী বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। রাস্তা কোথায় ভালো, কোথায় গর্ত—তা বোঝা যায় না। এতে করে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।’’ এক সিএনজি চালক বলেন, “আমার গাড়ির সাসপেনশন নষ্ট হয়ে গেছে এই রাস্তা দিয়ে চলতে গিয়ে। কারো কোনো নজর নেই।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকার এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী দ্রুত সংস্কার কাজ শুরুর জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।