ভৈরব প্রতিনিধি | কালিকা প্রসাদ টিভি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮৫ জন শিক্ষার্থীর মাঝে টিফিনবক্স বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়া তাঁর ব্যক্তিগত উদ্যোগে এই উপহার শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
টিফিনবক্স বিতরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অতিথিদের উপস্থিতি ও মূল্যবান বক্তব্যে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. লিটন মিয়া। তিনি বলেন,
“আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্যসচেতনতা ও নিয়মিত টিফিন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাসুদ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে বলেন,
“শিশুরা যেন পড়াশোনায় মনোযোগী হয়, স্বাস্থ্য সচেতন থাকে এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে—সেই প্রত্যাশাই আমাদের সকলের।”
অনুষ্ঠান শেষে অতিথিরা ২৮৫ জন শিক্ষার্থীর হাতে টিফিনবক্স তুলে দেন। শিশুদের মুখে হাসি ও আনন্দ ছিল চোখে পড়ার মতো।
📸 আরও ছবি ও আপডেট দেখতে ভিজিট করুন:
🌐 www.kalikaprosadtv.online