কালিকাপ্রসাদ ৮ নং ওয়ার্ড প্রতিনিধি:
ভৈরব উপজেলার মিরারচর এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবী ও ধর্মভিত্তিক সংগঠন ‘মিরারচর ইসলামিক ঐক্য সংগঠন’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রশংসনীয় পরিবেশবান্ধব কর্মসূচি—বৃক্ষরোপণ।
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, মিরারচর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই আয়োজনটি সম্পন্ন হয়।
এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি এলাকার পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং নতুন প্রজন্মের মাঝে গাছপালার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা। সকলে মিলে মাদ্রাসার চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করেন।
সংগঠনের এক সদস্য বলেন,
“প্রতি বছরই আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করে থাকি। এটি আমাদের একটি ধারাবাহিক সামাজিক দায়িত্ব। শুধুমাত্র ধর্মীয় কাজেই নয়, সামাজিক ও পরিবেশগত কল্যাণেও আমরা ভূমিকা রাখতে চাই। আমাদের সংগঠন সবসময় চেষ্টা করে মানুষ, সমাজ ও প্রকৃতির উপকারে আসতে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব।”
স্থানীয় বাসিন্দারা জানান, মিরারচর ইসলামিক ঐক্য সংগঠন দীর্ঘদিন ধরে নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, ধর্মীয় সচেতনতা, সমাজসেবা ও পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে তারা যুক্ত থাকে। এবারও বৃক্ষরোপণের মতো একটি সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়ন করে তারা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
বৃক্ষরোপণ শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির কাজই করে না, এটি জলবায়ু পরিবর্তন রোধ, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা, ও বায়ুর মান উন্নয়নের দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের স্থানীয় উদ্যোগ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।
‘মিরারচর ইসলামিক ঐক্য সংগঠন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি তাৎক্ষণিক আয়োজন নয়, এটি একটি সচেতন সামাজিক ও পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। এ ধরনের উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়লে সমাজ ও পরিবেশ—দু’টিই উপকৃত হবে।