প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৭:৫২ পি.এম
ভৈরবে পরিবহণ চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ভৈরব
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”— এই স্লোগানকে ধারণ করে ভৈরবে অনুষ্ঠিত হলো পরিবহণ চালকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা এবং ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (১৯ জুলাই) ভৈরব পৌর মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
সভায় সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- মো. শরীফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।
তিনি বলেন, “আমরা শুধু নিজেদের অধিকার নিয়ে ভাবি, সমাজ বা রাষ্ট্র নিয়ে নয়। নিসচার প্রচারপত্রে চালক ও পথচারীদের দায়িত্ব খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সড়ক আইন মানলে দুর্ঘটনা কমবে।”
তিনি আরও বলেন, “ভৈরব শহর একসময় মাদক ও ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এসব বেড়েছে। এখন সময় এসেছে সবাই মিলে শহরকে সুস্থ পথে ফিরিয়ে আনার।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন:
- শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার)।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
- সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব (ভৈরব-কুলিয়ারচর সার্কেল)
- নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ
- বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ
- কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান
- জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান
- নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান
- ভৈরব পৌর বিএনপির সভাপতি ও নিসচা উপদেষ্টা হাজী মো. শাহিন
- সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল-মামুন
- ভৈরব চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ
- গণঅধিকার পরিষদ ভৈরব উপজেলার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক শরিফুল হক জয়
- এবং আরও অনেকে।
কর্মশালায় বক্তারা সড়ক নিরাপত্তা, সুশৃঙ্খল যান চলাচল এবং চালক-পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত