কিশোরগঞ্জ প্রতিনিধি, কালিকা প্রসাদ টিভি:
কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের দায়ে তিনটি পৃথক কারখানাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অভিযানকালে এক হাজার ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং ১ হাজার ১৪০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের আমলাপাড়া ও নিউটাউন এলাকায় এসব কারখানায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন। অভিযানে সহায়তা করে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প ও পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ।
আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে দোকানে লুটপাটের অভিযোগ
অভিযানে নিউটাউন এলাকার সিয়াম উদ্দিনের মালিকানাধীন একটি পলিথিন কারখানাকে ২০ হাজার টাকা, হযরত আলীর পরিচালিত মদিনা পলিথিন কারখানাকে ২০ হাজার টাকা এবং শেফা প্লাস্টিক কারখানার মালিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও শবনম শারমিন বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ জরুরি।”
উল্লেখ্য, বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হলেও নানা অজুহাতে এখনো শহরের কিছু স্থানে গোপনে এর উৎপাদন চলছে। প্রশাসনের নিয়মিত অভিযান না থাকলে এসব কর্মকাণ্ড দিন দিন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।