কালিকা প্রসাদ টিভি ডেস্ক | ২ আগস্ট ২০২৫ | কিশোরগঞ্জ, ভৈরব
ভৈরবে ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে স্থানীয় যুবসমাজ। শহরের বিভিন্ন ওয়ার্ডের যুবকরা শনিবার (২ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব মডেল থানার সামনে এসে অবস্থান নেন। তারা ছিনতাই ও চাঁদাবাজির ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে রেখে যান শাড়ি ও চুড়ি। এ সময় তারা পুলিশ প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম দেন।
আয়োজকরা জানান, সম্প্রতি কবরস্থান এলাকায় অসুস্থ বাবাকে ঢাকায় নেওয়ার পথে এক পরিবারের সদস্যদের ছুরির মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে ছিনতাইকারীরা। এরপর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ প্রথমে তেমন সহায়তা করেনি বলে অভিযোগ উঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ছিনতাই বিরোধী যুব সমাজ এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভে নেতৃত্ব দেন আজহারুল ইসলাম রিদম, নূরে আলম নিলয়, মাওলানা শাহরিয়ার মোস্তাফায়ী, রিয়াদ ইসলাম ও হান্নান আহমেদ হিমু। তারা বলেন, “ভৈরবে প্রতিদিন কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হচ্ছে। পুলিশ প্রশাসন দায় এড়াতে পারে না। দুই দিনের মধ্যে ব্যবস্থা না নিলে প্রতিটি থানায় শাড়ি ও চুড়ি পাঠানো হবে।”
আরও পড়ুন: ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা, কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় চরম জনদুর্ভোগ
ঘটনার বিষয়ে ভৈরব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের ভিত্তিতে অন্যান্যদের ধরতে অভিযান চলছে। তিনি আরও বলেন, “সচেতন যুব সমাজের এমন প্রতিবাদ ইতিবাচক, তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
এদিকে, স্থানীয়দের অভিযোগ, ছিনতাইকারীরা একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।