1. ashiqmahmud156@gmail.com : কালিকা প্রসাদ টিভি : কালিকা প্রসাদ টিভি
  2. info@www.kalikaprosadtv.online : কালিকা প্রসাদ টিভি :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ মাগুরায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পিকনিকের লঞ্চে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা নবীনগরে শহীদ তানজিলসহ পাঁচ সূর্যসন্তানের কবর জুড়ে শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রু—জাতির পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান মীর মাহফুজুর রহমান মুগ্ধ: একটি নাম, একটি আগুন, একটি যুগান্তকারী প্রস্থান সোনারগাঁয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে হাজী সেলিম হকের নেতৃত্বে বিজয় র‍্যালী বিজয়নগরে শহীদ ওমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত কিশোরগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় শোভাযাত্রা ৫ আগস্ট কালিকাপ্রসাদে বিএনপির বিজয় র‍্যালি: আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ

তানভীর ভুঁইয়া, বিজয়নগর প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

তানভীর ভুইয়া, শিল্প ও সাহিত্য ডেস্ক

আজ ২২ শ্রাবণ—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী। ১৯৪১ সালের এই দিনে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ শিল্পস্রষ্টা শ্রাবণের ঘন বর্ষণে পাড়ি জমান না-ফেরার দেশে। তবে তার সাহিত্য, সংগীত ও শিল্পকর্মের মাধ্যমে তিনি আজও জীবিত, প্রাসঙ্গিক এবং বাঙালি মননে সমুজ্জ্বল।

রবীন্দ্রনাথ শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক পূর্ণাঙ্গ সাংস্কৃতিক আন্দোলনের নাম। কবিতা, গান, নাটক, প্রবন্ধ, উপন্যাস, ছোটগল্প এবং চিত্রশিল্প—সব মাধ্যমে তার অবাধ বিচরণ। তিনি একাধারে কবি, সুরকার, নাট্যকার, প্রাবন্ধিক, উপন্যাসিক এবং চিত্রকর। তার সৃষ্টিকর্মে রয়েছে জীবনের প্রতিটি অনুভূতির স্পর্শ।

জীবনের বড় একটি সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। জমিদারির সূত্রে তিনি এ অঞ্চলে এলেও, পূর্ববাংলার প্রকৃতি ও মানুষের সান্নিধ্যে তিনি হয়ে ওঠেন এক ‘ভূমিপুত্র’। পদ্মা-গড়াইয়ের পাড়ে থাকা মানুষ ও প্রকৃতির অন্তর্দৃষ্টি তিনি ফুটিয়ে তুলেছেন বহু লেখায়। তার সাহিত্যিক ক্যানভাসে রয়েছে এই জনপদের সুখ-দুঃখ, উৎসব ও যাপনচিত্র।

আরও পড়ুন: কবিতা–নীহারিকা▪️মাহমুদুর রহমান

তথ্য অনুসারে, বিশ্বকবি তার কর্মজীবনে রেখে গেছেন—
৫২টি কাব্যগ্রন্থ,
৩৮টি নাটক,
১৩টি উপন্যাস,
৩৬টি প্রবন্ধ,
৯৫টি ছোটগল্প,
ও শতাধিক চিত্রকর্ম।

এই বিপুল কর্মভাণ্ডার প্রমাণ করে, কেন তিনি শুধু বাংলার নন, বিশ্বসাহিত্যেরও অনন্য এক প্রতিনিধি।

তার লেখা শুধুই সাহিত্যের নিদর্শন নয়, বরং বাঙালি জাতিসত্তার আত্মানুসন্ধানের পথিকৃত। তার গান আজও আমাদের মননে বাজে—না শুধু সুরে, বরং চেতনায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক আজিজুর রহমান তুহিন বলেন, “রবীন্দ্রনাথ আমাদের জাতিসত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তার গানগুলো শুধু সুরে নয়, হৃদয়ে বাজে। বাঙালির ইতিহাসে তিনি এক অপার ধ্রুবতারা।”

তাঁর সাহিত্যিক অবদান বাঙালির প্রতিটি উৎসব, সংকট ও উপলক্ষে প্রাসঙ্গিক হয়ে ওঠে। তার লেখা কবিতা, গান, প্রবন্ধ আজও আমাদের কথা বলে, আমাদের ব্যথায় সান্ত্বনা দেয়, আমাদের আনন্দে সঙ্গী হয়।

আজ ২২ শ্রাবণ। মহাপ্রয়াণের এই দিনে কোটি কোটি বাঙালির হৃদয়ে আবার ফিরে আসে তার অমর পঙক্তি—

“যাবার দিনে এই কথাটি বলে যেন যাই—
যা দেখেছি, যা পেয়েছি তুলনা তার নাই।”

বিশ্বকবির প্রতি কোটি বাঙালির গভীর শ্রদ্ধা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কালিকা প্রসাদ টিভি-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট