ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার ছোট জোকা গ্রামের শাহাদাৎ মোল্লার ছেলে নাইমুর ইসলাম ওরফে জাকির মোল্লার বিরুদ্ধে প্রেম ও বিয়ের নামে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি একাধিক নারীর সাথে সম্পর্ক তৈরি করে, মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করে অর্থ-সম্পদ হাতিয়ে নিচ্ছেন। এলাকাবাসীর ভাষায়, প্রতারণা-জালিয়াতিই যেন তার মূল পেশা।
নাইমুর ইসলাম ওরফে জাকির প্রতারণার সুবিধার্থে নিজের নাম-পরিচয় গোপন করতেন। কখনো সেনাবাহিনীর কর্মকর্তা, আবার কখনো সরকারি উচ্চপদস্থ কর্মচারী পরিচয় দিয়ে মেয়েদের বিশ্বাস অর্জন করতেন। কখনো আবার দুঃখ-কষ্টের গল্প শুনিয়ে পাত্রী ও তার পরিবারকে প্রভাবিত করতেন। এরপর বিয়ের প্রস্তাব দিতেন এবং দ্রুত বিয়ে সম্পন্ন করতেন। বিয়ের পরপরই শ্বশুরবাড়ির টাকা ও গয়না হাতিয়ে নিয়ে নিরুদ্দেশ হয়ে যেতেন।
এমনই একটি প্রতারণার শিকার হয়েছেন ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার পাঁচবাগ ইউনিয়নের রামদিঘির পাড়া গ্রামের লিটন মিয়ার মেয়ে রিতফা খাতুন (২৪)। রিতফা জানান, ২০২৪ সালের রমজানে কাজীর মাধ্যমে শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। সে সময় নাইমুর নিজেকে পরিচয় দেন নাইমুর ইসলাম, পিতা- সৌরভ হুসাইন, ঠিকানা মিরপুর ১৪, ঢাকা। অথচ পরে জানা যায়, তার আসল নাম জাকির মোল্লা এবং তিনি ইতিমধ্যেই বিবাহিত।
আরও পড়ুন: মাগুরায় কলা ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বিরুদ্ধে সহিংসতার একাধিক অভিযোগ
রিতফা খাতুন অভিযোগ করে বলেন, শুধু প্রতারণা করেই থেমে থাকেননি তিনি। বিয়ের পর তার পরিবার থেকে ৫ লাখ টাকা এবং রিতফার মাধ্যমে এলাকার ৮ জন ব্যক্তির কাছ থেকে মোট ২০ লাখ টাকারও বেশি আদায় করেন। অস্ট্রেলিয়ায় পাঠানোর লোভ দেখিয়ে তিনি বিল্লাল, সোহাগ, হ্যাপি, জুয়েল, রাজুসহ ৮ জনের কাছ থেকে প্রতিজনের নিকট ২.৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর ২০২৪ সালের আগস্ট মাসে তিনি পালিয়ে যান।
রিতফা আরও জানান, প্রতারক জাকির মোল্লার গ্রামের বাড়ি মাগুরার ছোট জোকা গেলে তার পিতা শাহাদাৎ মোল্লাকে পাওয়া যায়নি। বরং তার পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করে হত্যার হুমকি দেন।
এই বিষয়ে নাইমুর ইসলাম ওরফে জাকির মোল্লার পিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযুক্তের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: মাগুরায় ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত