তানভীর ভুইয়া বিজয়নগর, প্রতিনিধি
চান্দুরা থেকে আখাউড়া—বিজয়নগর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। উপজেলার প্রাণপ্রবাহ এই সড়কটিই।এটাই এখানকার জনগণের একমাত্র গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। এই ব্যস্ততম সড়কটি দ্রুতই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে প্রতিদিনের যাত্রী ও সাধারণ মানুষ।
এই সড়ক দিয়েই প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। বিগত সরকারের আমলে বড় অঙ্কের বাজেটে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়। তবে কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ধ্বসের সৃষ্টি হয়, যা যানবাহন চলাচলে মারাত্মক বাধা ও হুমকি হয়ে দাঁড়ায়।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর, সড়কটি সাময়িকভাবে উপযোগী করার জন্য নতুন করে বরাদ্দ দেওয়া হয়। সংস্কারকাজও শুরু হয়। কিন্তু বাস্তবতা হলো—সংস্কারের পরও সড়কটি ব্যবহারে দুর্ভোগ কমেনি বরং তা আগের মতোই রয়ে গেছে। গর্ত, ধূলা ও খানাখন্দে ভরা এই সড়কে চলছে চরম দুর্ভোগ।
এ নিয়ে স্থানীয় জনগণ ও সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তাদের প্রশ্ন—
সংস্কারের অর্থ গেল কোথায়?”
নতুন ঠিকাদার এলেও দুর্নীতি কি আগের মতোই বহাল রইল?
আরও পড়ুন: মাগুরা বলেশ্বরপুর গ্রামে ছাবিনার উপর স্বামীর নির্মম অত্যাচার ও বাড়ির জমি বিক্রির অভিযোগ
স্থানীয়দের মতে, প্রকৃতপক্ষে কোন পর্যায়ে গলদ হচ্ছে, তা তদন্ত করা প্রয়োজন। শুধু বরাদ্দ বা কাজ শুরু করলেই সমস্যার সমাধান হয় না, প্রয়োজন সঠিক তদারকি ও জবাবদিহিতা।
সাধারণ মানুষের প্রত্যাশা—উন্নয়নের নামে যেন আর লুটপাট না হয়। একটি টেকসই সড়ক চাই, বারবার মেরামতের নামে প্রহসন নয়।