জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিজয়নগরের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘ প্রতীক্ষার পর এসেছে নবজাগরণ। স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগে গঠিত হয়েছে বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের নতুন ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি। এই নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল এস-এর প্রতিনিধি হীরা আহমেদ জাকির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের প্রতিনিধি শাহনেওয়াজ শাহ্। এ সিদ্ধান্ত ক্লাবের সদস্যদের সর্বসম্মতিতে গৃহীত হয়, যা প্রেসক্লাবের নতুন দিগন্ত উন্মোচনের পথ প্রশস্ত করেছে।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তফা কামাল খাঁন সোহেল (বাংলাদেশ পোস্ট), মোহাম্মদ মহসিন আলী (প্রজাবন্ধু), ও মোহাম্মদ সেলিম চৌধুরী (সময় এর আলো)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ কেফায়েত উল্লাহ শরীফ (জবাবদিহি), কোষাধ্যক্ষ পলাশ কুমার দাস (চিত্র), দপ্তর সম্পাদক এসএম গোলাম কিবরিয়া (মুভি বাংলা টিভি), ও প্রচার সম্পাদক মাহমুদ হাসান সুমন (প্রতিদিনের বাংলাদেশ)। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শ্রাবন (চ্যানেল নিউজ), মোঃ লিটন মিয়া (মাসিক সূর্য শপথ), এবং সাধারণ সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম (দেশ প্রতিদিন) ও মাসুম মিয়া (অনুসন্ধান টিভি)।
আরও পড়ুন: পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক তুলসি স্যারের বাসায় ডাকাতি ও হামলা, নিন্দার ঝড়
এই নবগঠিত কমিটি কেবল প্রশাসনিক পরিবর্তন নয়, এটি সাংবাদিকদের অধিকারের জন্য নতুন সংগ্রামের সূচনা। তারা প্রত্যাশা করছেন—সংবাদপত্রের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং সামাজিক দায়িত্ব পালনে নতুন এই নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দুর্নীতির বিরুদ্ধে কলম চালানো, এবং জনস্বার্থে কাজ করাই হবে এই কমিটির মূল অঙ্গীকার।
নতুন কমিটির ঘোষণার সময় সাংবাদিক সমাজের মাঝে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। তারা বলেন, বিজয়নগরের সাংবাদিকতা এখন নতুন যুগে প্রবেশ করছে, যেখানে সাংবাদিকতা শুধু পেশা নয়, মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার সংগ্রাম। জাতীয় গণমাধ্যম ও স্থানীয় সমাজের সকল মহলে ইতোমধ্যে এই কমিটি নিয়ে ব্যাপক আগ্রহ ও আশা তৈরি হয়েছে।
নতুন নেতৃত্বের অধীনে বিজয়নগরের সংবাদজগৎ এখন নতুন অধ্যায় শুরু করছে। এই অধ্যায়ে থাকবে স্বাধীন মতপ্রকাশের দৃঢ় অবস্থান, থাকবেন নির্ভীক সংবাদযোদ্ধারা—যারা সত্যকে তুলে ধরবেন সাহসিকতার শক্তিতে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত