তানভীর ভুইয়া, বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ২০২৫। মামুন ভুইয়া স্পোর্টিং ক্লাব, মুকুন্দপুরের আয়োজনে বেলা ২টা ৩০ মিনিটে এ খেলাটি মাঠে গড়াবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভাপতিত্ব করবেন: আলহাজ্ব সিরাজুল ইসলাম শিশু।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পাহাড়পুর স্পোর্টিং ক্লাব বনাম হরষপুর স্পোর্টিং ক্লাব।
এ বিষয়ে পাহাড়পুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম শিশু বলেন—
“আজকের খেলাকে ঘিরে পাহাড়পুর ইউনিয়নসহ পুরো বিজয়নগরে উৎসবের আমেজ বিরাজ করছে। মাঠ প্রস্তুত করা হয়েছে বেশ যত্ন করে। আবহাওয়া অনুকূলে থাকলে ইনশাআল্লাহ একটি জমজমাট খেলা উপহার দিতে পারবো।”
পাহাড়পুর ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হক জানান—
“এবারের আয়োজন ব্যতিক্রমী ও ব্যাপক পরিসরে হয়েছে। আমাদের প্রত্যাশা, বিজয়নগরের ১০টি ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে এই খেলা উপভোগ করবেন।”
আয়োজক:
জনাব আল মানুন ভুইয়া
চেয়ারম্যান, আল মানুন ভুইয়া স্পোর্টিং ক্লাব
মুকুন্দপুর, পাহাড়পুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত