তানভীর ভুইয়া, বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় সংসদের আসন পুনঃসীমানা প্রস্তাবের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে জনতা। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় শত শত মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় আধাঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
বিক্ষুব্ধ জনতার মুখে ছিল একটাই দাবি—বিজয়নগরের তিনটি ইউনিয়ন কেটে অন্য আসনে সংযুক্ত করার খসড়া প্রত্যাহার করতে হবে। বিক্ষোভকারীদের দাবি, এ প্রস্তাব বাস্তবায়িত হলে বিজয়নগরের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হবে।
পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ শেষ হলেও বিক্ষোভকারীরা জানান, দাবি না মানা হলে তারা আগামী দিনে ২৪ ঘণ্টার জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধ করবেন। তারা আরও বলেন, বিজয়নগর একটি সুপ্রতিষ্ঠিত প্রশাসনিক ও রাজনৈতিক একক। এর তিনটি ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুর কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সংযুক্ত করার প্রস্তাব জনমতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক।
বিক্ষোভে অংশগ্রহণ করেন চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাষ্টু সরকার ও ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আমরা এই খসড়া অবিলম্বে প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
আরও পড়ুন: গোপালগঞ্জ মাঝিগাতী ইউপি চেয়ারম্যান মুকুল খান আর নেই
উল্লেখ্য, নির্বাচন কমিশন সদ্য প্রকাশিত একটি খসড়া গেজেটে দেশের ৪০টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে। এতে বিজয়নগরের তিনটি ইউনিয়ন অন্য আসনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এই খসড়া গেজেটের বিরুদ্ধে আপত্তি বা মতামত জানানো যাবে ১০ আগস্ট পর্যন্ত।