রিপোর্টার: তানভীর ভুইয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুরের “লাল শাপলার বিল” এখন পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আগত শত শত দর্শনার্থী ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিলের লাল শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন।
বিলে ফুটে থাকা লাল শাপলার অপার সৌন্দর্য যেন জলের বুকে লাল কার্পেট বিছিয়ে দিয়েছে। হালকা বাতাসে দুলতে থাকা শাপলার ভাঁজ ও লাল রঙের ছোঁয়া দর্শনার্থীদের মন কাড়া মুগ্ধতা সৃষ্টি করছে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে প্রকৃতির এই অপরূপ দৃশ্যের আনন্দ উপভোগ করছেন।
আরও পড়ুন: পতেঙ্গা সমুদ্র সৈকতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড়
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগে এই বিলের মূল আকর্ষণ ছিল শুধুমাত্র মাছ ধরা। তবে বর্তমানে ভোরবেলা থেকেই পর্যটকরা এখানে উপস্থিত হন এবং বিলের আশেপাশে ছোট ছোট দোকানপাট বসেছে, যা দর্শনার্থীদের সুবিধা দিচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সরকার বা স্থানীয় প্রশাসন যদি বিলটি সংরক্ষণ ও আরও সুন্দরভাবে উন্নয়নের উদ্যোগ নেন, তবে এটি দেশের অন্যতম দর্শনীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেতে পারবে।
বিজয়নগরের ছতরপুরের লাল শাপলার বিলের মতো প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে এক শান্তি ও আনন্দের অভিজ্ঞতা প্রদান করছে। বিশেষ করে ভোরের আলোয় শাপলার লাল রঙের খেলা দর্শক ও ফটোগ্রাফারদের মনে অবিস্মরণীয় ছাপ ফেলে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত