তানভীর ভুইয়া, বিজয়নগর প্রতিনিধি | কালিকা প্রসাদ টিভি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে আজ মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত APL ফাইনাল ২০২৫। আধুনিক প্রযুক্তি ও ভার্চুয়াল গেমের যুগে হারিয়ে যাওয়া গ্রামীণ ক্রীড়াচর্চাকে আবারো ফিরিয়ে আনার প্রয়াস চালিয়েছে দুই তরুণ উদ্যোক্তা—মোঃ মাহিদ মিয়া (১৭) ও মোঃ সাইফুল ভুইয়া (১৮)।
গ্রামের মাঠে, হৃদয়ে ক্রিকেট
এই ব্যতিক্রমধর্মী আয়োজনকে ঘিরে পুরো গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে দর্শকের গর্জন, পতাকা আর বাঁশির শব্দে যেন গোটা আদমপুর নড়ে ওঠে ক্রিকেটের উল্লাসে।
APL ফাইনাল ২০২৫ প্রতিযোগিতা:
মাঠে মুখোমুখি হয় আদমপুর ক্রিকেট একাদশ বনাম লক্ষ্মীপুর ক্রিকেট একাদশ। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে ২৭ রানের ব্যবধানে লক্ষ্মীপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আদমপুর ক্রিকেট একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ম্যাচ পরিচালনায় ছিলেন:
পরিচালনা কমিটি:
বক্তারা বলেন:
“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণদের সুস্থ জীবন, নেতৃত্ব গঠন এবং সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার অন্যতম হাতিয়ার। এই আয়োজন গ্রামীণ ক্রীড়ার নতুন দিগন্ত উন্মোচন করেছে।”
এই আয়োজন প্রমাণ করে—প্রত্যন্ত গ্রামের তরুণরাও যদি চায়, তাহলে স্বপ্ন দেখা, নেতৃত্ব দেওয়া এবং জাতিকে কিছু দেওয়ার মতো শক্তি রাখে।
🌐 আরও অনুপ্রেরণামূলক খবর জানতে ভিজিট করুন:
📲 www.kalikaprosadtv.online
📧 আপনার এলাকার খবর আমাদের পাঠান:
✉️ news@kalikaprosadtv.online