নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। দলীয় সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের কারণে তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়।
ফজলুর রহমানকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ২৪ আগস্ট কারণ দর্শানোর নোটিশ জারি করার পর তিনি লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধি চান। পরে তাকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। তবে তিনি যে জবাব দিয়েছেন তা দল সন্তোষজনক মনে করেনি।
চিঠিতে বলা হয়, মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনা করে কঠোর ব্যবস্থা না নিয়ে আপাতত তার সব পদ স্থগিত রাখা হয়েছে। এই সময় তিনি কোনো বক্তব্য রাখলে যেন দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
তথ্যসূত্র: আরটিভি
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত