তপন দাস, নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা শাখার নেতৃবৃন্দ, সমিতির সদস্যসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির ড. মোঃ খায়রুল আনাম।
বক্তব্যে তিনি বলেন, “দলিল লেখকরা শুধু কাগজে কলমে কাজ করেন না, তারা দেশের অর্থনৈতিক কার্যক্রমের অন্যতম চালিকাশক্তি। নৈতিকতা ও পেশাগত দক্ষতা বজায় রেখে জনগণকে নির্ভরযোগ্য সেবা প্রদান করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রস্তাবনা গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত