রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি ক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর ও বসতভিটায় থাকা ফলজ-বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চড়ার কূল মজিদীয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকায়, আমির হোসেনের বাড়িতে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৮ বছর আগে নদীভাঙনে পুরোনো বসতভিটা হারানোর পর পরিবারটি ওই স্থানে বসবাস শুরু করে। পরে তারা পাশের একটি জমিও ক্রয় করেন। এ জমি নিয়েই বিরোধের জেরে গত ১৭ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল হঠাৎ তাদের বসতভিটায় হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ গাছ কেটে ফেলে।
হামলার সময় ভুক্তভোগী আমির হোসেনের পুত্রবধূ নাজমা আক্তার বাধা দিতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়। তিনি অভিযোগ করে বলেন—
“হঠাৎ হৈচৈ শুনে ঘর থেকে বের হয়ে দেখি ৭০-৮০ জন দা-কিরিচ নিয়ে আমাদের ঘর ভাঙচুর করছে। আমি বাঁধা দিলে আমার ওড়না ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধ আদালত বা প্রশাসনের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। এভাবে বসতঘর ভাঙচুর ও গাছ কেটে ফেলা কেবল একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং পরিবেশকেও হুমকির মুখে ফেলছে।
আরও পড়ুন: সিভাসু যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নবীনবরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন এবং বাঁশখালী থানায় নালিশী অভিযোগ দায়ের করেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,
“ঘটনার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত