লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের বিদায় উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০টা ৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেসক্লাব সূত্র জানায়, দায়িত্বকালীন সময়ে মো. গোলাম কবির জেলার প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ও গুরুত্ববহ ভূমিকা রেখে গেছেন। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ডে তার আন্তরিকতা এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
অনুষ্ঠানে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের আহমেদ বলেন, “মো. গোলাম কবির তার দায়িত্বকালীন সময়ে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এক কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছেন। তার আন্তরিকতা, দায়িত্ববোধ ও সহযোগিতা আমাদের মনে থাকবে দীর্ঘদিন।”
আরও পড়ুন: নওগাঁ ফুটবল টুর্নামেন্টে বিজয় মুহূর্তে হামলা: চরেরকান্দা একাডেমির জয়ে বাধা দিতে দুষ্টচক্রের তাণ্ডব
প্রেসক্লাবের মহাসচিব এস এম সাব্বির বলেন, “প্রেসক্লাবের যেকোনো উদ্যোগে তিনি সবসময় পাশে ছিলেন। তার বিদায়ে আমরা একজন শুভানুধ্যায়ী এবং একজন সহযোগী প্রশাসনিক কর্মকর্তাকে হারালাম।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষে মো. গোলাম কবিরকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।