নিজস্ব প্রতিবেদক
সাফল্যের ৯ বছর পূর্ণ করে একতা, শান্তি ও শৃঙ্খলার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে প্রবাসী যুব কল্যাণ সংগঠন। মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে ভৈরবের কালিকাপ্রসাদ পশ্চিমপাড়ার একটি অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম শান্ত, সাবেক উপদেষ্টা দুলাল মিয়া, ক্যাশিয়ার আরফান রনি এবং রিপন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে অবস্থান করলেও এলাকার মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। এ অনুদান প্রদানের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো তাদের চলমান মানবিক প্রচেষ্টারই অংশ।
এই অনুদান প্রদানে অর্থ, শ্রম ও বুদ্ধি দিয়ে বিশেষ ভূমিকা রেখেছেন প্রবাসী যোদ্ধারা। বিশেষ করে—
আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রবাসী যুব কল্যাণ সংগঠনের অন্যতম উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সংগঠনটি সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।