নিজস্ব প্রতিবেদক | কালিকাপ্রসাদ, ভৈরব |
সমাজের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা এবং এলাকার প্রতি মমত্ববোধ থেকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের প্রবাসীরা গড়ে তুলেছেন একাধিক মানবিক সংগঠন। এসব সংগঠন শুধু বিশেষ উৎসবেই নয়, বরং এলাকার স্থায়ী উন্নয়ন ও মানবিক সহায়তায় সবসময় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখযোগ্য এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে:
কালিকাপ্রসাদ ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংঘটন, কালিকাপ্রসাদ ইউনিয়ন প্রবাসী সংঘ, কুমিরমারা প্রবাসী ঐক্য পরিষদ, পশ্চিম নয়াহাটি প্রবাসী কল্যাণ পরিষদ,
ঝগরারচর প্রবাসী কল্যাণ সংঘটন, ঝগরারচর পশ্চিম পাড়া প্রবাসী মানব কল্যাণ সংঘ, প্রবাসী যুব কল্যাণ সংঘটন, ৩ নং ওয়ার্ড প্রবাসী সংঘ, রেমিট্যান্স ফাইটার্স অব মিরারচর, ইত্যাদি।
এসব সংগঠনের সদস্যরা দেশের বাইরে থেকে সংগঠিত হয়ে নিজেরা অর্থ সংগ্রহ করে এবং এলাকাভিত্তিক সমন্বয়ের মাধ্যমে সমাজসেবামূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন। ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার, ইফতার সামগ্রী ও কোরবানির গোস্ত বিতরণ—তাদের অন্যতম কর্মকাণ্ড। এছাড়াও, তারা দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে থাকেন।
তবে কেবল তা-ই নয়—এ সকল সংগঠন এখন কালিকাপ্রসাদ ইউনিয়নের সকল ঈদগাহ কবরস্থানের উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কবরস্থান চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ, ছাউনি, নামফলক ও মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ পরিবেশ রক্ষায় নানা পদক্ষেপ তারা গ্রহণ করেছে।
এ প্রসঙ্গে সংগঠনগুলোর পক্ষ থেকে বারবারই বলা হয়েছে—এই সহায়তা ও উন্নয়নমূলক কাজ কোনো ব্যক্তি বা নেতার নাম প্রচারের জন্য নয়। বরং তারা মনে করেন, "মানবতার তাগিদেই সমাজের প্রতি এই দায়িত্ব আমাদের।"
প্রবাসে থেকেও এলাকার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে এসব সংগঠনের সদস্যরা সমাজের প্রতিটি স্তরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন—নেই কোনো দলীয় সংকীর্ণতা বা ব্যক্তিস্বার্থ। তাদের একটাই উদ্দেশ্য—"প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তোলা এবং আর্তমানবতার সেবা করা।"
এই ধরনের প্রবাসী উদ্যোগ আমাদের সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই প্রচেষ্টা শুধু প্রশংসনীয়ই নয়, বরং দেশের অন্যান্য অঞ্চলেও অনুকরণীয় হয়ে উঠুক—এটাই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত