জেলা প্রতিনিধি, রাতুল হোসেন (পাবনা)
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ ০৩ জুলাই ২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬টায়, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন রেলগেট কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ আসাদুল ইসলাম নয়নের (৩৫), পিতা–মোঃ শহীদুল ইসলাম এর পানের দোকানের সামনে থেকে ৪৮ (আটচল্লিশ) বোতল ফেনসিডিলসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
১। মোঃ আরমান আলী (৪৮)
পিতা – মোঃ আব্দুল কাদের
সাং – পিয়ারাখালী
থানা – ঈশ্বরদী
জেলা – পাবনা
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাবনা ডিবির এমন ধারাবাহিক অভিযানে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার হওয়ার প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।