জেলা প্রতিনিধি, রাতুল হোসেন (পাবনা)
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফে) পাবনা সদর উপজেলা ও পাবনা পৌর শাখার আয়োজনে এক শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল, ১ জুলাই ২০২৫, পাবনার দারুল আমান ট্রাস্টের আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও জামায়াতে ইসলামীর মনোনীত পাবনা-৫ আসনের এমপি প্রার্থী জননেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি ড. মোহাম্মদ ইদ্রিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাআশিফে’র পাবনা পৌর শাখার প্রধান উপদেষ্টা ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ এবং পাবনা সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা সদর উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান। সম্মেলনটি সঞ্চালনা করেন বাআশিফে পাবনা পৌর শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।