পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন চাটমোহর থানার এএসআই শাকিল আহমেদ। গত ১৪ আগস্ট বৃহস্পতিবারের এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এএসআই শাকিল আহমেদ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং চাটমোহর থানায় কর্মরত ছিলেন। অন্যদিকে প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুন নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা। তিনি গুনাইঘাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের প্রবাসী শহীদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মাসুরা খাতুন এর আগে চাটখিলে প্রথম বিয়ে করেন এবং সেই ঘরে এক সন্তান রয়েছে। বনি বনা না হওয়ায় তিনি ঢাকায় চলে আসেন। পরবর্তীতে প্রবাসী শহীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর শহীদের বাবা তাকে সৌদি আরবে পাঠান কাজের জন্য।
মাসুরা খাতুন তখন দুই সন্তান নিয়ে চাটমোহর পৌরসদরের চৌধুরীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। এদিকে এএসআই শাকিলের প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর তিনি আরেক নারী পুলিশ কনস্টেবলকে বিয়ে করেন এবং সেই সংসারে দুই সন্তান রয়েছে। প্রায় ছয় মাস আগে চাটমোহর থানায় যোগদানের পর শাকিল আহমেদের সাথে মাসুরা খাতুনের পরিচয় ও ঘনিষ্ঠতা বাড়ে।
পরিবারের বাধা ও সামাজিক প্রতিক্রিয়া উপেক্ষা করে গত ১৪ আগস্ট বৃহস্পতিবার তারা একসাথে আত্মগোপনে চলে যান। উভয় পরিবারের খোঁজাখুঁজি সত্ত্বেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাটি চাটমোহর পৌর এলাকা ও আশপাশে তীব্র গুঞ্জন সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তার এই ধরনের আচরণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। তারা শাকিল আহমেদ ও মাসুরা খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, পাবনা এক্সপ্রেসের চালক গ্রেপ্তার
এএসআই শাকিলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা বিষয়টি জেনেছেন, তবে শাকিল বাসায় ফেরেননি। সিনিয়র এএসপি (সার্কেল চাটমোহর) আঞ্জুমা আক্তার বলেন, “আমরা ঘটনাটি জেনেছি, তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”