রাতুল হোসেন, পাবনা
গতকাল শনিবার (৫ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
মাননীয় পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ মশিউর রহমান মন্ডল-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) এ. কে. এম. রাসেল ও সঙ্গীয় ফোর্স।
অভিযানটি পরিচালিত হয় পাবনা সদর থানাধীন মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আবুল কাশেমের বসতবাড়ির উত্তর পাশে।
এ সময় ২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় এক মাদক ব্যবসায়ীকে।
গ্রেফতারকৃত ব্যক্তি:
নাম: মোঃ বিপ্লব (২৯)
পিতা: মোঃ আব্দুল জব্বার
মাতা: মোছাঃ হাসি খাতুন
সাং: পাটশ্বর (গাইনি পাড়া),
ইউনিয়ন: দেবোত্তর,
থানা: আটঘরিয়া,
জেলা: পাবনা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।