জেলা প্রতিনিধি: রাতুল হোসেন (পাবনা)
পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি সফল অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ডিবি) মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গত বুধবার, ২ জুলাই সন্ধ্যা ৬টায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) এ. কে. এম. রাসেল ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাবনা সদর থানাধীন পাবনা পৌরসভার অন্তর্গত গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গোপালপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আশরাফুল ইসলাম (৪৯) এর বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
১. মোঃ আশরাফুল ইসলাম (৪৯), সাং—গোপালপুর, ২নং ওয়ার্ড, পাবনা পৌরসভা, থানা—পাবনা সদর।
২. মোঃ আনোয়ার হোসেন (৪০), সাং—চর গোবিন্দপুর, থানা—আমিনপুর, জেলা—পাবনা।
৩. মোঃ পলাশ বিশ্বাস (৪০), সাং—চর গোবিন্দপুর, থানা—আমিনপুর, জেলা—পাবনা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাবনার ডিবি পুলিশের এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। স্থানীয়রা জানান, এমন অভিযান নিয়মিত হলে মাদক নির্মূলের পথ আরও সুগম হবে।