জেলা প্রতিনিধি, রাতুল হোসেন (পাবনা)
পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে রাতের আঁধারে কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) ভোরে উপজেলার বিরাহিমপুর কবরস্থানে গিয়ে জিয়ারতকারীরা প্রথম ঘটনাটি শনাক্ত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে স্বজনদের কবর জিয়ারত করতে গিয়ে মৃতদের আত্মীয়রা দেখতে পান বেশ কয়েকটি কবর খোঁড়া ও বাঁশের চরাট সরানো। সন্দেহ হলে ভেতরে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, কবর খালি এবং কঙ্কাল নেই। এ সময় তারা বিষয়টি স্থানীয়দের অবহিত করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আমিনপুর থানা পুলিশ।
স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে একটি সংঘবদ্ধ চক্র কবর খুঁড়ে অন্তত ২১টি কঙ্কাল, বিশেষ করে মাথার খুলি চুরি করে নিয়ে গেছে। তারা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
এ প্রসঙ্গে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ কবরস্থান পরিদর্শন করেছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং চক্রটিকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।”
প্রসঙ্গত, এর আগেও একই উপজেলার খাস আমিনপুর এবং পাশের সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার কবরস্থান থেকেও এ ধরনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। একাধিক ঘটনায় কঙ্কাল চুরির এমন প্রবণতায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।