রাতুল হোসেন, পাবনা প্রতিনিধি
পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সচল ওয়ান-শুটার গান ও ৫৬টি তাজা কার্তুজসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সড়াইকান্দি ও পাবনা সদর থানার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. আবু বক্কার (৫৪)। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. আয়েজ উদ্দিন প্রাংয়ের ছেলে।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু, এসআই অসিত কুমার বসাক, এসআই আব্দুল লতিফসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আবু বক্কারের কাছে থাকা একটি নীল পলিব্যাগ ও একটি কাপড়ের ব্যাগ থেকে মোট ৫৬ রাউন্ড ১২ বোর কার্তুজ ও একটি সচল ওয়ান-শুটার গান উদ্ধার করা হয়।
আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল।