রাতুল হোসেন, পাবনা:
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন গুরুতর আহত হন এবং তাকে দ্রুত আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান হোসেন। তিনি ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়ে নির্ধারিত সময়ে পরিশোধ না করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা দায়েরের খবর পেয়ে লোকমান হোসেন দলবল নিয়ে ব্যাংকে হামলা চালিয়ে অফিস কক্ষ, টেবিল-চেয়ার, ক্যাশ কাউন্টার ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেন। এ সময় ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মীদের মারধরও করা হয়।
হামলার সময় আতঙ্কে ব্যাংকের ভেতরে থাকা লোকজন ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা এসে ব্যবস্থাপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন জানান, লোকমান হোসেনের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ব্যাংকে হামলা চালায়। কৃষি ঋণ সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইতোমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
অভিযুক্ত লোকমান হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ব্যাংক ব্যবস্থাপক নিজে বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: বিজয়নগরে আসন পুনঃনির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ
উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, “লোকমান হোসেন যদি সত্যিই অন্যায় করে থাকেন, তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক কর্তৃপক্ষ চাইলে আমরা আইনি সহায়তা দিতে প্রস্তুত।”
এ ঘটনায় স্থানীয় জনগণের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।