রেজাউল মোস্তফা, চট্টগ্রাম:
নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতামূলক ধারাবাহিক আয়োজন ‘Road to Green Earth 4.0’-এর তৃতীয় পর্ব। “সবুজ চিন্তা, সবুজ কর্ম” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৩ আগস্ট, রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হয় এ শিক্ষামূলক কার্যক্রমের।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন উজাড়ের ক্ষতিকর দিক এবং পরিবেশবান্ধব ও ক্ষতিকর গাছের পার্থক্য সম্পর্কে সচেতন করতে একটি তথ্যবহুল সেশন পরিচালনা করা হয়। সেশনের শেষে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে তারা উচ্ছ্বাস ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই উপহার যেন তাদের মাঝে সবুজের চর্চা শুরু করার বাস্তব প্রেরণা হয়ে ওঠে, এমনটাই জানান আয়োজকরা।
আরও পড়ুন: প্রেসক্লাব গোপালগঞ্জে বিদায় সংবর্ধনায় অতিরিক্ত জেলা প্রশাসক
প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, “শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। এমন কার্যক্রম নিঃসন্দেহে শিক্ষণীয় ও প্রশংসনীয়।” আয়োজক সংগঠনের পক্ষ থেকে তাকে একটি সম্মাননা স্মারকও প্রদান করা হয়।
ছাত্রদের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করেছে, তারা পরিবেশ রক্ষায় ইতোমধ্যেই দায়িত্বশীল হয়ে উঠছে।