বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিদিনের মতো শুক্রবারও ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতে পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ ছুটে আসেন কর্ণফুলী মোহনা ঘেঁষা এই সৈকতে।
দিগন্তজোড়া ঢেউ, সূর্যাস্তের অপরূপ দৃশ্য আর সাগরের বাতাস পর্যটকদের এনে দেয় ভিন্ন মাত্রার আনন্দ। কেউ সেলফিতে ব্যস্ত, কেউ বা ঢেউয়ের তালে মেতে ওঠেন উচ্ছ্বাসে। আবার অনেকে সৈকতের পাশের দোকান থেকে কেনাকাটা করে কাটান আনন্দময় সময়।
শুক্রবার কর্মজীবী মানুষের সাপ্তাহিক ছুটি থাকায় এদিন ভ্রমণকারীদের ভিড় অন্য দিনের তুলনায় অনেক বেশি হয়। সকাল থেকেই দলে দলে পর্যটকরা পতেঙ্গা সৈকতে আসতে শুরু করেন। পরিবার, বন্ধু কিংবা আত্মীয়দের নিয়ে তারা সময় কাটান সমুদ্রের বুকে।
চট্টগ্রাম শহরের আশপাশের অন্যান্য দর্শনীয় স্থানেও ভিড় জমে। যেমন—চিড়িয়াখানা, শিশু পার্ক, ফয়েজ লেক, জাদুঘর, স্বাধীনতা কমপ্লেক্স, বোটানিক গার্ডেন, পারকি সমুদ্র সৈকত, ফুলতলীসহ অসংখ্য বিনোদনকেন্দ্র। সব জায়গাতেই ছুটির দিনে পর্যটকদের পদচারণা বাড়ে।
আরও পড়ুন: বন্যায় ১৮ জনের মৃত্যু, ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
পতেঙ্গা সৈকতসহ বিভিন্ন পর্যটন এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন ট্যুরিস্ট পুলিশ। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও পর্যটকদের আকর্ষণ বাড়াতে দোকানপাট, নাগরদোলা, ড্রাগন ট্রেনসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রেখেছেন।
ভ্রমণ শেষে অনেকে সৈকতের পাশের দোকানপাট থেকে প্রয়োজনীয় সামগ্রী ও উপহার কিনে নেন। এতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও বাড়তি কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যায়।