তপন দাস, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার জনবহুল এলাকায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়, সৃষ্টি হয় চরম আতঙ্কের।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকট শব্দে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পেট্রোল পাম্পের সংরক্ষিত জ্বালানিতে ছড়িয়ে পড়ে। আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে নীলফামারী, ডিমলা ও ডোমার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন: নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী
ঘটনায় পেট্রোল পাম্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, একটি মোটরসাইকেল ও পার্শ্ববর্তী একটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। তবে, বড় ধরনের প্রাণহানি ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের বসতবাড়িগুলো, যা ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের জন্য সম্ভব হয়েছে।
পেট্রোল পাম্প কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, জনবহুল এলাকায় এই ধরনের মিনি পেট্রোল পাম্পে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সেজন্য তারা নিয়মিত মনিটরিং ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।