তপন দাস, নীলফামারী প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের নানা অধিকার আদায়ে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের জেলা শাখা।
শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান পাদদেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা সংসদে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবি জানান। পাশাপাশি কুমিল্লার মুরাদনগরে গণধর্ষণের ঘটনা, খিলক্ষেতে মন্দির ভাঙচুর, চাঁদাবাজি, ভূমি দখল, খুন-হত্যা ও মিথ্যা মামলায় হিন্দু সম্প্রদায়কে জড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—উপদেষ্টা পরিতোষ রায়, সাধারণ সম্পাদক বিপুল রায়, জলঢাকা উপজেলা সভাপতি তত্ত্ব কুমার রায়, ডোমার উপজেলার সাংগঠনিক সম্পাদক রাম হরি রায়, কিশোরগঞ্জ উপজেলার সভাপতি ডা. সুনীল চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলার সভাপতি রাম কৃষ্ণ রায়, ডিমলা উপজেলার সভাপতি অমিতাপ কুমার রায় এবং হিন্দু ছাত্র মহাজোটের জেলা সভাপতি অনয় সরকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।