নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে মৎস্য শিকার প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, এনডিসি।
এ প্রতিযোগিতা চলবে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিযোগিতায় সবচেয়ে বড় মাছ শিকারী বিজয়ী পাবেন তিন লক্ষ টাকার পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১০ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, অংশগ্রহণকারী এবং উৎসুক দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিকারীরা অংশগ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত