তপন দাস, নীলফামারী ||
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী আরাজি ইটাখোলা কলোনীপাড়া গ্রামে পুকুরে ডুবে শানজিদ ইসলাম (১৭ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শানজিদ ওই গ্রামের আজবর আলীর একমাত্র সন্তান।
স্থানীয়রা জানান, হাঁটতে শেখা শিশুটি পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পায় এলাকাবাসী।
শিশুটির দাদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের একমাত্র সন্তান ছিল শানজিদ।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুকুর আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আমি পরিবারটির সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছি।”
এ বিষয়ে কথা বলার জন্য ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ জানান, শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর ডায়রি (ইউডি) করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আরিফুল ইসলাম আশিক
২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত