তপন দাস, নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে তিন গ্রাম হেরোইন, নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন। আরও দুইজন পেশাদার মাদক কারবারি এ ঘটনায় পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন এর নেতৃত্বে সোমবার সকালে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ গ্রামে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে।
আরও পড়ুন: বিয়ে করায় নাকি তার নেশা, বিয়ের ফাঁদে ফেলে একাধিক মেয়ে কে করেছেন নিঃস্ব
এ সময় মো. আবুল বাশার (৪৪), পিতা-মৃত গোলাম মোস্তফা, নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার দেহ তল্লাশিতে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, পলাতক আসামি মোছা. নাছরিন আক্তার (২৯) ও তার স্বামী মো. সাদ্দাম হোসেন (৩০)-এর বাড়িতে অভিযান চালিয়ে আরও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক বিক্রির নগদ ৭,০৫০ টাকা, একটি GDL মডেল G301 ও একটি Benco মডেল E12 মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল বাশারসহ তিনজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আবুল বাশারের বিরুদ্ধে ২টি, নাছরিন আক্তারের বিরুদ্ধে ২টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৪টি মামলা বিচারাধীন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারা অনুযায়ী একটি মামলা (নম্বর-২৮, তারিখ-২৮/০৭/২০২৫) দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জানান, জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান থাকবে এবং এ কাজে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।