তপন দাস, নীলফামারী প্রতিনিধি | ৯ জুলাই ২০২৫
নীলফামারীর ডোমারে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বলে বিবেচিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর হরিণচড়া ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে মিজানুর রহমানের মালিকানাধীন একটি নার্সারিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান,
“ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের পানি শোষণ ক্ষমতা অত্যধিক। এতে করে মাটির উর্বরতা হ্রাস পায় এবং জমি ধীরে ধীরে রুক্ষ ও অনুজীবশূন্য হয়ে পড়ে। তাই পরিবেশ সংরক্ষণ, প্রতিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গীকার পূরণের অংশ হিসেবে এই দুই প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।”
প্রথম ধাপে প্রায় ১.৫ লক্ষ আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শুরু হওয়া এই কার্যক্রম ২০২৪-২৫ অর্থবছর জুড়ে উপজেলার অন্যান্য নার্সারিতেও ধাপে ধাপে পরিচালিত হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশেষজ্ঞদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমনি দ্রুতবর্ধনশীল হলেও পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এগুলোর ব্যাপক রোপণের ফলে জলাশয় শুকিয়ে যাওয়া, জীববৈচিত্র্য হ্রাস এবং মাটির মান অবনতির মতো সমস্যায় পড়ছে অনেক অঞ্চল। তাই সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা।