আরিফ আহম্মেদ | ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ১১ নম্বর খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর কান্দিপাড়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মোস্তফা (৩৬) ও তার ৮ বছরের শিশু পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা মোস্তফা ও তার ছেলে মাঠের পাশে গাছের নিচে কাজ করছিলেন। এ সময় আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে আচমকা বজ্রপাত ঘটে। বজ্রপাতের সরাসরি আঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বজ্রপাতের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ছুটে আসে মরদেহ দেখতে।
এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।